বাংলাদেশতৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ।ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ খনিজসম্পদে তেমন স্বয়ং সম্পুর্ন নয়। তথাপি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্নস্থানে নানা ধরণের খনিজ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে। যেমন-প্রাকৃতিকগ্যাস, কয়লা, আকরিক লৌহ, চুনামাটি,বেলে পাথর, মাটবেল পাথর, খনিজ তেল, খনিজবালি বিভিন্ন রাসায়নিক পদার্থ।
এখন পর্যন্ত মানিকগঞ্জ জেলায় কোন খনিজ সম্পদের সন্ধান পাওয়া যায় নাই।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS