পৌরসভার শাখাসমূহ ও কার্যাবলী
মানিকগঞ্জ পৌরসভার দায়িত্ব ও কার্যাবলী
বাংলাদেশের সকল পৌরসভা স্থানীয় সরকার (পৌরসভার) আইন ২০০৯ দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে থাকে। উক্ত আইনের আওতায় পৌরসভা এর দায়িত্ব নিম্নে বর্ণিত হলঃ
- স্ব-স্ব এলাকাভুক্ত নাগরিকগণের এই আইন ও অন্যান্য আইনের দ্বারা প্রতিষ্ঠিত বিধান অনুসারে সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা।
- পৌরসভার প্রশাসন ও সরকারী কর্মকর্তা ও কর্মচারীগণের মধ্যে সমন্বয় সাধন এবং সমন্বিত কার্যক্রম গ্রহণ করা।
- পৌরসভার এলাকায় নাগরিকগণের সেবা প্রদানের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, ইমারত নিয়ন্ত্রণসহ নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা; এবং
- নাগরিক নিরাপত্তা ও জনশৃংখলা রক্ষা করা।
ক) মুখ্য কার্যাবলী
- আবাসিক, শিল্প এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য পানি সরবরাহ।
- পানি ও পয়ঃ নিষ্কাশন।
- বর্জ্য ব্যবস্থাপনা।
- অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন।
- যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে রাস্তা, ফুটপাথ, জনসাধারণের চলাচল, যাত্রী এবং মালামালের সুবিধার্থে টার্মিনাল নির্মাণ।
- জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ (২০০৪সনের ২৯ নং আইন) এ প্রদত্ত কার্যাবলী।
- পরিবহণ ব্যবস্থাপনার সুবিধার্থে ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা, পথচারীদের সুবিধার্থে যাত্রী ছাউনী, সড়ক বাতি, যানবাহনের পার্কিং স্থান এবং বাসষ্ট্যান্ড বা বাস স্টপ এর ব্যবস্থা করা।
- নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ।
- বাজার ও কসাইখানা স্থাপন এবং ব্যবস্থাপনা।
- শিক্ষা, খেলাধূলা, চিত্ত বিনোদন, আমোদ প্রমোদ এবং সাংস্কৃতিক সুযোগ সৃষ্টি ও প্রসারে সহায়তা, সিটি কর্পোরেশন এলাকার সৌন্দর্য্য বৃদ্ধি।
খ) সরকার প্রদত্ত আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী
১. প্রাথমিক শিক্ষা;
২. প্রতিরোধ ও নিরাময়মূলক স্বাস্থ্য ব্যবস্থা;
৩. পরিবহণ, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নিরাপত্তা এবং
৪. পৌরসভার এলাকার দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি।
সেবা গ্রহীতাগণ
মহিলা ও দরিদ্র সহ পৌরসভার এলাকায় বসবাসরত সকল নাগরিক ও স্টেকহোল্ডারবৃন্দ সেবা গ্রহীতা।