মুজিববর্ষ ২০২০ উপলক্ষে জনগণের দোরগোড়ায় সেবা পৌছিয়ে দেয়ার লক্ষ্যে গোলড়া হাইওয়ে থানার অফিস-কাম ব্যারাক ভবন, ডাম্পিংগ্রাউন্ডসহ অন্যান্য স্থাপনা নির্মাণের জন্য সাটুরিয়া উপজেলাধীন কামতা মৌজায় ২.০০ একর জমি ০২/২০১৮-১৯ এল.এ. কেসের মাধ্যমে অধিগ্রহণকৃত জমির ১৭ টি ক্ষতিপূরণের চেক উপকারভোগীদের বাড়িতে গিয়ে বিতরণ করা হয়েছে। এতে ১৭ জন ব্যক্তি চেক গ্রহণ করেছেন। বিতরণকৃত ১৭ টি চেকে মোট অর্থের পরিমাণ - ৩ কোটি ২৯ লক্ষ ৭৫ হাজার ৬ শত ১৫ টাকা চৌষট্টি পয়সা। অবশিষ্ট আবেদনকারীদের জমির মালিকানার ধারাবাহিকতা মিল না থাকায় ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়নি। জনাব এস এম ফেরদৌস, জেলা প্রশাসক, মানিকগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাড়িতে গিয়ে চেক বিতরণের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরেজমিনে বাড়িতে গিয়ে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি), সাটুরিয়া, মানিকগঞ্জ, প্রত্যাশী সংস্থার প্রতিনিধি এএসপি জনাব আব্দুল কাদের জিলানী ও মোঃ জাহিদুল ইসলাম, গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সনাক্তকারী সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন -জনাব মোঃ মনজুর হোসেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, মানিকগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS