Title
44th martyrdom anniversary of Father of the Nation and the National Mourning Day.
Details
আজ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০১৯ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, মানিকগঞ্জ এর আয়োজনে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথমেই সকাল ৬.৩০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস মহোদয়ের নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে জেলার সকল সরকারি দপ্তরসমূহের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বিভিন্ন এনজিও ও সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষজন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে সকাল ৯.৩০ টায় সকলের অংশগ্রহণে শহরের বিজয় মেলা মাঠ প্রাঙ্গন থেকে শোক র্যালি বের করা হয় যা শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে। এরপর সকাল ১০.৩০ টায় শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস মহোদয়ের সভাপতিত্বে জাতির পিতার জীবনাদর্শ ও কর্মের উপর আলোচনা সভা এবং জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে কালেক্টরেট জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।