Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়”
Details

“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়”

আজ ২২ অক্টোবর ২০১৯, জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ উদযাপনর উপলক্ষে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ ও বিআরটিএ, মানিকগঞ্জ এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০.০০ টায় র‌্যালির শুভ উদ্বোধন করেন সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস। বেলা ১১.০০ টায় জেলা প্রশাসন, মানিকগঞ্জ এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুযোগ্য জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোছা: নাদিরা আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জ, জনাব আমির হোসেন, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, মানিকগঞ্জ, জনাব আসমাউল হুসনা লিজা, উপজেলা নির্বাহী অফিসার, মানিকগঞ্জ সদর, জেলার বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানগণ, বিভিন্ন পরিবহন সংস্থার নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন মহলের সড়ক সচেতন ব্যক্তিবর্গ, সভায় বক্তারা সড়ক ও পরিবহনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সার্বিক পর্যালোচনা সুযোগ্য জেলা প্রশাসক সকলের বক্তব্য শুনে সড়ক ও জনপথের সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকার যে কোন মূল্যে জনগণের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করবেন, তবে সাথে সাথে আমাদের জনগণকে সচেতন হতে হবে। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

Images
Attachments
Publish Date
22/10/2019
Archieve Date
22/10/2020