Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা ক্রীড়া সংস্থা

০১। অফিসের নাম        -  জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়, মানিকগঞ্জ।

 

০২। অফিসের সঙ্গে যোগাযোগের-  জেলা ক্রীড়া অফিসার, বেউথা রোড, মানিকগঞ্জ।

      পোস্টাল ঠিকানা

০৩। ই-মেইল, ফ্যাক্স এবং ফোন নম্বরঃফোন - ০২-৭৭১০৬১৯ (01712-896640)

০৪। অফিসের প্রধান কর্মকর্তা নাম- মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার

      পদবী, ছবি এবং যোগাযোগের     জেলা ক্রীড়া অফিসার, বেউথা রোড, মানিকগঞ্জ।

      ঠিকানা।

০৫। অফিসের কার্যক্রম ও সার্ভিস চার্টারঃ

·        জেলার প্রত্যন্ত অঞ্চলে ক্রীড়ার ব্যাপক সম্প্রসারণ করা জেলা ক্রীড়া সংস্থার অন্যতম লক্ষ্য।

ক্রমিক নং কার্যক্রম সমূহ মন্তব্য
০১ তরুন ছেলে-মেয়েদের উদ্বুদ্ধকরণের নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামীন ক্রীড়া ক্লাব/সমিতি, শিশু-কিশোর সংগঠনের মধ্যে খেলাধূলার চর্চা, অনুশীলন, প্রতিভা অন্বেষণের লক্ষ্যে প্রতি বছর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ৪ (চার) টি প্রশিক্ষণ ও  ৪ (চার) টি প্রতিযোগিতার আয়োজন করা হয়। কার্যক্রম অব্যাহত আছে
০২

বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় হতে সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা অন্বেষণ করা এবং নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে সুযোগ তৈরী করা ।



০৩
 তৃণমূল পর্যায়ে ক্রীড়া আন্দোলনকে বেগমান করাসহ গ্রামে-গঞ্জে, অবহেলিত জনগোষ্ঠীর জন্য খেলাধূলার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্রীড়া ক্লাবের মাঝে মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে ক্রীড়া পরিদপ্তরের এবং বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

০৪ বিভিন্ন জাতীয় দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালন, আন্তঃ স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা (শীত/গ্রীষ্মকালীন) শিশু একাডেমী ক্রীড়া প্রতিযোগিতা, সরকারী কর্মকর্তা/কর্মচারীদের ছেলে-মেয়েদের প্রতিযোগিতা পরিচালনা এবং ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি সার্বিক সহযোগিতা প্রদান।

০৫  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যে সমস্ত উন্নয়ন পরিকল্পনা ক্রীড়া পরিদপ্তরের দায়িত্বে ন্যাস্ত করা হয় সে সকল দায়িত্ব ও কার্যাদি বাস্তবায়ন এবং জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা পালন।

০৬ স্কুল ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা
০৭ জেলা ও বিভাগভিত্তিক প্রতিযোগিতামুলক টুর্নামেন্ট আয়োজোণ করা 

       
 যোগাযোগঃ

জেলা ক্রীড়া সংস্থা, মানিকগঞ্জ

শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম, মানিকগঞ্জ

যোগাযোগঃ জনাব সুদেব সাহা

সাধারণ সম্পাদক,

জেলা ক্রীড়া সংস্থা, মানিকগঞ্জ

মোবাইল- ০১৭১৫৮০৬২৫৯