প্রশিক্ষণ
যুব উন্নয়ন অধিদপ্তর, মানিকগঞ্জ কর্তৃক প্রদত্ত দেবা কার্যক্রমঃ
যুব উন্নয়ন অধিদপ্তর যে সব সেবা প্রদান করে থাকে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ
১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহঃ
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২ ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ ।
খ) অপ্রাতিষানিক ট্রেডে প্রশিক্ষণ ।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ
ট্রেডের নামঃ
১।গবাদিপশু,হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিকিৎসা,মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
মেয়াদঃ ২ মাস ১৫ দিন।
§ প্রশিক্ষণ শুরুর সমযঃ জুলাই , অক্টোবর ,জানুয়ারী ও এপ্রিল মাসের ১৫ তারিখ ।
§ আসন সংখ্যা -২১ জন ( আবাসিক )।
§ শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি -১০০ টাকা।
§ প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ১২০০ টাকা ভাতা প্রদান করা হয
২। পোষাক তৈরী ( মহিলাদের জন্য)
§ মেয়াদ – ৩ মাস এবং ৬ মাস
§ প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই,অক্টোবর ও জানুয়ারী মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা- ৪০ জন। ( অনাবাসিক )।
§ শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি – ৫০ টাকা।
৩। মৎস্য চাষঃ
§ মেয়াদ -১ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা – ২০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি – ৫০ টাকা।
৪। কম্পিউটারঃ
§ মেয়াদ -৬ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় – জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা – ৪০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা – এইস এস সি শ্রেণী পাস।
§ কোর্স ফি –১০০০ (এক হাজার টাকা) মাত্র।
৫।রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং
§ মেয়াদ -৬ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা – ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি – ৩০০ টাকা।
৬।ইলেক্ট্রনিক্সঃ
§ মেয়াদ -৬ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা – ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি – ৩০০ টাকা।
৭। ইলেক্ট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং ঃ
§ মেয়াদ -৬ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা – ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি – ৩০০ টাকা।
প্রশিক্ষণ সমুহ গ্রহণে আগ্রহী মানিকগঞ্জ জেলার বেকার যুব /যুব মহিলাগণ যোগাযোগ করবেন।
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
বাসষ্ট্যান্ড,
মানিকগঞ্জ
টেলিফোন; ০২৭৭১০৭০৩ । ই মেইল- thofael.dyd@gmail.com
অথবা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ,
মানিকগঞ্জ জেলার সকল উপজেলা।
অপ্রাতিষ্ঠানিক ( ভ্রাম্যমান ) ট্রেড সমূহঃ
সাধারণত উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বা যুব সংগঠন / ক্লাবে এ প্রশিক্ষণের ভেন্যু হেসেবে ব্যাবহার করা হয়।যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয় সেহেতু বেকার যুবদের এ প্রশিক্ষণ গ্রহন খরচ ও সময় কম হয়। অপ্রাতিষানিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না ।যে সমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরূপঃ
§ পারিবারিক হাঁস মুরগি পালন
§ গরু মোটা-তাজা করন ।
§ গাভি পালন ।
§ বসত বাড়ীতে সব্জী চাষ ।
§ নার্সারি বনায়ন ।
§ ছাগল পালন ।
§ মৎস চাষ ।
§ পোষাক তৈরি ।
§ কর্মসংসস্থান ও আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করন প্রকল্পের আওতায় ৭ (সাত) দিন , ১৪ দিন, ও ২১দিন মেয়াদি বিভিন্ন বিষয়ের উপর প্রমিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে কর্মর্সংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋন প্রদান করা হয়।।
§ এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রড নির্ধারন করে প্রশিক্ষণ দেয়া হয় ।
§ যোগাযোগের ঠিকানাঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় , সংশ্লিষ্ট উপজেলা , মানিকগঞ্জ ।
মানিকগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ঃ
“Development of Training Programme in Women Training Centre(WTC) at District Level’’শীর্ষক প্রকল্পের আওতায় মানিকগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে ৫টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়। ট্রেড ০৫টি হলোঃ
১। আধুনিক দর্জি বিজ্ঞান ও এমব্রয়ডারী
২। বিউটিফিকেশন
৩। মোমবাতি তৈরী
৪। কাগজের ঠোঙ্গাঁ তৈরী
৫। ব্লক ও বাটিক
জেলা/উপজেলা সমবায় অফিসারঃ
প্রশিক্ষণ (হস্তশিল্প, ইলেকট্রিক,ইলেকট্রিকেল, সেলাই প্রশিক্ষণ । | জনসাধারণ | সেবা প্রদান পদ্ধতি ক) সমবায় সমিতির সদস্য হতে হবে। খ) প্রশিক্ষণার্থী মনোনয়ন । গ) প্রশিক্ষণের মডিউল তৈরী । ঘ) প্রশিক্ষণের স্থান, সময়, তারিখ নির্ধারণ। ঙ) প্রশিক্ষক / বক্তা নির্ধারণ । চ) প্রশিক্ষণ সামগ্রী ( খাতা, কলম, পাতা প্রদান)। সেবা গ্রহীতার করণীয় ক) সাদা কাগজে আবেদন দাখিল। ক) যথা সময়ে প্রশিক্ষণ স্থানে উপস্থিত থাকা । খ) প্রশিক্ষণে শৃঙ্খলা বজায় রাখা ও মনযোগী হওয়া। গ) প্রশিক্ষণার্থী মনোনয়ন পেতে হবে। | বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচী অনুযায়ী। | জেলা/উপজেলা সমবায় অফিসার, |
জেলা আনসার ও ভিডিপি অফিস, মানিকগঞ্জঃ
মৌলিক প্রশিক্ষণ ১। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ ২। ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ৩। গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ | উল্লেখিত সেবা সমূহ জেলা আনসার ও ভিডিপি কার্যালয় ও ০৭(সাত)টি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাধ্যমে সেবা পাওয়া যাবে।
|
কারিগরি প্রশিক্ষণ ১। শেলাই প্রশিক্ষণ ২। মটর ড্রাইভিং প্রশিক্ষণ ৩। ফ্রিজ ও এয়ারকন্ডিশনার প্রশিক্ষণ ৪। ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ ৫। ভেহিক্যাল মেন্টিনেন্স প্রশিক্ষণ ৬। মোবাইল ফোন সেট মেরামত
| |
পেশাভিত্তিক প্রশিক্ষণ ১। বেসিক কম্পিউটার প্রশিক্ষণ
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস