Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানিকগঞ্জ পৌরসভার নাগরিক সেবাসমূহ

নাগরিক সেবাসমূহের সনদ এবং সেবাসমূহ

 

০১।        জাতীয়তা/চারিত্রিক সনদ।

০২।       জন্ম-মৃত্যু সনদ।

০৩।       জন্ম নিবন্ধিকরণ।

০৪।       অবিবাহিত সনদ।

০৫।       দ্বিতীয় বিয়ে না হওয়া।

০৬।       ওয়ারিশান সনদ।

০৭।       হোল্ডিং নম্বরের সনদ।

০৮।       অনাপত্তি সনদ।

০৯।       অভিভাবকের বার্ষিক আয় সংক্রান্ত সনদ।

১০।        অসচ্ছল মুক্তি যোদ্ধা সনদ।

পৌরসভার কার্যক্রম/সেবাসমূহঃ

  • পৌর এলাকার রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট ইত্যাদি অবকাঠামো নির্মান।
  • পৌর এলাকার পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা।
  • পৌর ভবনে আগন্তুকদের আগমনের উদ্দেশ্য ও কারণ নির্ণয় লিপিবদ্ধকরণ।
  • আগন্তুকদের সঠিক দিক নির্দেশনা প্রদান।
  • বিভিন্ন প্রকার আবেদন পত্র গ্রহণ।
  • আগন্তুকদের আবেদন পত্র লিখতে সহযোগীতা প্রদান।
  • জাতীয়তা/চারিত্রিক সনদ, অনাপত্তি সনদ, জন্ম-মৃত্যু সনদ, জন্ম নিবন্ধন করণ, দ্বিতীয় বিয়ে না হওয়া ও ওয়ারিশান সনদ, হোল্ডিং নম্বরের সনদ, অবিবাহিত সনদ, অভিভাবকের বার্ষিক আয় সংক্রান্ত সনদ, অসচ্ছল মুক্তি যোদ্ধা সনদ।
  • বিভিন্ন প্রকার মামলার নিষ্পত্তি ও প্রতিবেদন প্রদান।
  • সকল প্রকার ইমারত নির্মানের প্ল্যান অনুমোদন।
  • গ্যাস/পানির লাইন সংযোগের অনুমতি পত্র প্রদান।
  • ব্যাংকের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহ সকল প্রকার রাজস্ব আদায়।
  • বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রম সম্পাদন করা।
  • ব্যবসায়ীদের সকল প্রকার লাইসেন্স প্রদান।
  • পৌরবাসীদের বিশুদ্ধ পানি সরবরাহ প্রদান।
  • মশক ও কুকুর নিধন অভিযান পরিচালনা করা।
  • শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
  • বিভিন্ন মারাত্মক রোগের প্রতিষেধক প্রদান।
  • দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঋন বিতরণ।
  • পৌরসভার রাস্তা আলোকিতকরণ।
  • দরিদ্র ও মেধাবী ছাত্রদের আর্থিক সাহায্য করা।
  • স্কুল, কলেজ, মসজিদ, মন্দির ও বিভিন্ন উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান।
  • বনায়ন করা।
  • রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট সংস্কার ও মেরামত করা।
  • বিনামূল্যে স্বাস্থ্য সম্মত পায়খানা প্রদান।
  • সময়ে সময়ে দুঃস্থদের মাঝে সরকারী ত্রাণ বিতরণ।
  • বিভিন্ন প্রকার ভাতা প্রদানে সরকারকে সহায়তা করা (বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা)।
  • টি,আর, ও কাবিটা বাস্তবায়ন করা।
  • মেয়র ও কাউন্সিলরদের স্বাক্ষরে সীল প্রদান।
  • মেয়র ও কাউন্সিলরদের মোবাইল নম্বর প্রদান।

পৌরসভার কার্যক্রম/সেবাসমূহঃ

 

·         বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রম সম্পাদন করা।

·         মশক ও কুকুর নিধন অভিযান পরিচালনা করা।

·         বন্যা বা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের পর রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট সংস্কার ও মেরামত করে জনজীবন সচল রাখা।