সার্কিট হাউজের পটভূমিঃ
১। মানিকগঞ্জ সার্কিট হাউজ ১৯৯৬ সনের ১৯ এপ্রিল উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ নূরুজ্জামান মিয়া। মনোরম পরিবেশে মানিকগঞ্জ জেলা সদরের পশ্চিম বান্দুটিয়া মৌজায় ১.৫০ একর জায়গায় সার্কিট হাউজটি অবস্থিত।
২। যোগাযোগঃ
(ক) মানিকগঞ্জ জেলা সদরের বাসস্ট্যান্ড হতে বেউথা সড়কের পশ্চিম পার্শ্বে পুলিশ সুপারের কার্যালয়ের উল্টোদিকে মানিকগঞ্জ সার্কিট হাউজ অবস্থিত।
(খ) সার্কিট হাউজের ফোন নম্বরঃ ০২-৯৯৬৬১০৬০০ (ভিআইপি ১ ধলেশ্বরী কক্ষে), ০২-৯৯৬৬১০২৪১ (ডাইনিং কক্ষে)।
(গ) এ.বি.এম আরিফুল হক, নেজারত ডেপুটি কালেক্টর, মানিকগঞ্জ।
ফোন নম্বরঃ ০২-৯৯৬৬১০৪৫৯ (অফিস), ০২-৯৯৬৬১০২৭৯ (বাসা), মোবাইল নম্বরঃ ০১৭১৩৩৫৩৩০৫।
৩। আবাসন সুবিধা ও রুম ভাড়াঃ
সার্কিট হাউজের দোতলায় ও তিনতলায় মোট ১৪ টি কক্ষ আছে । প্রতিতলায় এসিসহ ৩ টি (ভিআইপি) ৩ টি সাধারণ এবং ১ টি ওয়েটিং রুম।