আজ ১৬ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ৯.০০টায় জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জের সম্মেলন কক্ষে “নদী দূষণ, দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ নদী রক্ষা ও নদীর তথ্যভান্ডার তৈরি ও গবেষণা প্রকল্প (১ম পর্ব)” এর “জেলা কর্মশালা” অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইকরামুল হক, প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব, জাতীয় নদী রক্ষা কমিশন এবং সভাপতিত্ব করেন সুযোগ্য জেলাপ্রশাসক জনাব এস এম ফেরদৌস। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব), জাতীয় নদীরক্ষা কমিশনের প্রকল্পে দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ, মানিকগঞ্জ জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি)গণ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, মিডিয়া কর্মীসহ সংশ্লিষ্ট আরো অনেকে। কর্মশালায় অংশগ্রহণকারীরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে নদী দূষণ, দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ নদী রক্ষা ও নদীর তথ্যভান্ডার তৈরি ও গবেষণা প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে গ্রুপভিত্তিক আলোচনা করেন এবং এসব বিষয়ে সমস্যা, সম্ভাব্য সমাধান ও সুপারিশ সমূহ উপস্থাপন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস