Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা ভূমি অফিস, মানিকগঞ্জ সদরে শুনানী ঘর ও সেবা প্রার্থীদের বিশ্রামস্থলের শুভ উদ্বোধন
বিস্তারিত

মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ ভূমি। আর এই ভূমি সেবাকে আরো একটু সহজ করতে, নির্বিঘ্ন করতে, আরো একটু স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস, মানিকগঞ্জ সদর-এর ছোট্ট প্রয়াশ "আপন"। আজ ২ সেপ্টেম্বর, ২০১৯ তারিখ মানিকগঞ্জ জেলার সম্মানিত জেলাপ্রশাসক জনাব এস এম ফেরদৌস মহোদয় উপজেলা ভূমি অফিস, মানিকগঞ্জ সদর-এর শুনানী ঘর "আপন", এবং সেবা প্রার্থীদের বিশ্রামস্থল "কিছুক্ষণ"-এর শুভ উদ্বোধন করেন। জেলাপ্রশাসক মহোদয়ের সুচিন্তিত দিকনির্দেশনা এবং উপজেলা নির্বাহী অফিসার, মানিকগঞ্জ সদর-এর আন্তরিক সহযোগিতায় উপজেলা ভূমি অফিস, মানিকগঞ্জ সদরের শুনানী ঘর “আপন” ও সেবা প্রার্থীদের বিশ্রামস্থল “কিছুক্ষণ” বাস্তবায়ন করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আলী রাজিম মাহমুদ মিঠুন। সহকারী কমিশনার (ভূমি)- এর উদ্ভাবনী উদ্যোগের কারণে এখন সেবা প্রার্থী কার্যালয়ের শুনানী ঘর “আপন” ও সেবা প্রার্থীদের বিশ্রামস্থল “কিছুক্ষণ” সংলগ্ন দেয়ালেই ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের সহজ পদ্ধতিগুলো সম্পর্কে সচিত্র জানতে পারবেন। হালনাগাদ করা সিটিজেন চার্টারের মাধ্যমে জানা যাবে কোন সেবা কোন ডেস্ক থেকে পাওয়া যাবে এবং কোন কাজের জন্য সরকারি ফি কত। জনগণের সেবা প্রাপ্তি জনগণের অধিকার, সরকারি কর্মচারীদের কর্তব্য। স্বচ্ছতার সাথে সহজে ও নির্বিঘ্নে সেবা প্রদানের জন্য উপজেলা ভূমি প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
03/09/2019
আর্কাইভ তারিখ
30/09/2019