Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হরিরামপুরে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ
বিস্তারিত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য (“১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন “) এর অধিনে ভূমি অধিগ্রহণ প্রকল্পের ১৭টি চেকের মাধ্যমে প্রায় ১ কোটি ৩৪ লক্ষ টাকা ভূমি মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চালা ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত অধিগ্রহণকৃত জায়গায় মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে ভূমি অধিগ্রহণ কেসের ক্ষতিপূরণের ২০১৭/১৮ অর্থ বছরের অধিকৃত ভূমির চেক ভূমি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. মনজুর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন, হরিরামপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মীর আব্দুল ওয়াদুদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, কুন্দুরা মৌজায় ভূমি অধিগ্রহণ প্রকল্পের ২৩টি আবেদনের একটি চেক ইতিপূর্বেই বিতরণ করা হয়েছে এবং হিস্যা মোতাবেক এওয়ার্ডে ভূমির বিভাজন সঠিক না থাকায় ৫জনকে পত্র দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। যা শীঘ্রই মিস কেসের মাধ্যমে এওয়ার্ড সংশোধন পূর্বক ক্ষতিপূরণ প্রদান করা হবে।

courtesy: bangladeshresearch.com

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/02/2020
আর্কাইভ তারিখ
25/04/2020