০৪ আগস্ট ২০১৯ তারিখে জেলা প্রশাসন, মানিকগঞ্জের আয়োজনে মানিকগঞ্জ সদরে গড়পাড়ায় শুভ্রসেন্টারে “জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি ও ডেঙ্গু জ্বর এবং সমসাময়িক বিষয়” নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব জাহিদ মালেক, এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মমতাজ বেগম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, প্রমুখ। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, সরকারী-বেসরকারী দপ্তর সমূহের কর্মকর্তা, মিডিয়া কর্মীসহ নানা শ্রেণি ও পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস