আগামী ০৩ ফেব্রুয়ারি, ২০২০ থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল(ভোকেশনাল) পরীক্ষা। উক্ত পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবার জন্য আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস।নকলমুক্ত ভাবে পরীক্ষায় সম্পন্ন হবার জন্য সবাইকে সচেতন, কঠোর ও সতর্ক হয়ে কাজ করার জোর দেন। বিশেষ করে কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিবদের আরো নিষ্ঠার সাথে পরীক্ষা সম্পন্ন করার পরামর্শ দেন।কেন্দ্রে ১৪৪ ধারা জারি, পুলিশ মোতায়ন, মেডিক্যাল সাপোর্ট ও বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিয়েও আলোচনা হয়।পরীক্ষা সম্পর্কিত সকল নীতিমালা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস